Site icon Jamuna Television

ইকুয়েডরের কারাগারে সৃষ্ট দাঙ্গায় ২১ জনের প্রাণহানি

ইকুয়েডরের কারাগারে প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গায় ২১ কয়েদি প্রাণ হারায়। ছবি: সংগৃহীত

ইকুয়েডরের দুটি কারাগারে প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গায় প্রাণ হারাল ২১ কয়েদি।

বৃহস্পতিবার (২২ জুলাই) এই সংঘাতের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ৮০ জন আহত হয়েছে।

প্রশাসন জানিয়েছে, গুয়াকুইল শহরের প্রধান দুটি কারাগারে বাঁধে এই দাঙ্গা। মাদক চোরাকারবার এবং কারাগারের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হয় সংঘাত। অগ্নিসংযোগের পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বন্দিরা। সহিংসতার সুযোগে অনেক কয়েদি দেয়াল টপকে পালিয়ে যায়। এদের মধ্যে ৬৫ জনকে আবার আটকে সক্ষম হয় পুলিশ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই দেশটির একটি কারাগারে হওয়া দাঙ্গায় প্রাণ যায় কমপক্ষে ৮০ জনের।

Exit mobile version