Site icon Jamuna Television

সরকারবিরোধী কার্টুন আঁকার অভিযোগে হংকংয়ে ৫ জন গ্রেফতার

সরকারবিরোধী কার্টুন আঁকার অভিযোগে ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে হংকং কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

মানহানি ও সরকার বিরোধী কার্টুন আঁকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে হংকং কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ জুলাই) টেলিভিশন ব্রডকাস্টস লিমিটেড (টিভিবি) নামে একটি স্থানীয় টিভি চ্যানেল এ তথ্য প্রকাশ করেছে।

টেলিভিশনটি জানায়, নতুন জননিরাপত্তা আইনের আওতায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। এদের বয়স ২৫ থেকে ২৮ বছর। গ্রেফতারকৃতদের সবাই ‘জেনারেল এসোসিয়েশন অব হংকং স্পিচ থেরাপিস্ট’ এর সদস্য। প্রতিষ্ঠানটি শিশুতোষ তিনটি কমিকস বই প্রকাশ করেছিলো।

কমিকসের মূল গল্প হলো একটি গ্রামে বসবাসরত ভেড়াদের শাসন করত ভিন্ন গ্রামের নেকড়ে রাজা।কর্তৃত্ব ঠেকাতে গল্পের নিরীহ প্রাণীগুলোর অবস্থার সাথে হংকংয়ের স্বাধীনতাকামী বিক্ষোভকারীদের অবস্থা মিলে যায়।

গোয়েন্দা বিভাগ বলছে, রাজা চরিত্রটি মূলত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং । তাদের অভিযোগ, এর মাধ্যমে সমাজে ছড়াবে অসন্তোষ।

Exit mobile version