Site icon Jamuna Television

সর্বনিম্ন ১৮ বছর বয়সীদের টিকা দেয়ার কথা চিন্তা করছে সরকার: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

সরকার সর্বনিম্ন ১৮ বছর বয়সীদের টিকা দেয়ার কথা চিন্তা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। ফাইল ছবি

সরকার সর্বনিম্ন ১৮ বছর বয়সীদের টিকা দেয়ার কথা চিন্তা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

শুক্রবার (২৩ জুলাই) সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই কথা জানান।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, প্রান্তিক পর্যায়ে এনআইডি দিয়েই টিকা দেয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এছাড়া দেশের কয়েকটি জায়গায় ফিল্ড হাসপাতাল করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

এদিকে, ঈদের পর রাজধানীর হাসপাতালগুলোতে আবার বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী ভর্তির হার বেড়ে যাওয়ায় তীব্র হচ্ছে চিকিৎসা সঙ্কট। আক্রান্তদের বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে। তবে বেশিরভাগ করোনা হাসপাতালের বেড আগেই পরিপূর্ণ থাকায় ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতাল। এমন পরিস্থিতিতে রোগীর অবস্থা বিবেচনা করে ভর্তি নেয়া হচ্ছে। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

Exit mobile version