Site icon Jamuna Television

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আফগানিস্তানে তালেবানদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। ছবি: সংগৃহীত

তালেবানদের অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুলাই) এ হামলার কথা জানিয়েছে। সংবাদ সংস্থা এএফপির খবর।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, গত কয়েক দিনে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে আমরা বিমান হামলা চালিয়েছি। তবে এই বিমান হামলা নিয়ে বিস্তারিত কিছু জানাননি পেন্টাগনের মুখপাত্র।

স্থানীয় সময় বুধবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে জানান, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও আফগান সরকারকে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র ।

উল্লেখ্য, মে মাস থেকেই তালেবানরা আফগানিস্তানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। এর মধ্যেই এমন হামলার ঘটনা ঘটলো।

Exit mobile version