Site icon Jamuna Television

সিন্ডিকেটে নাকাল পোস্তার আড়তদাররা, হঠাৎ লবণের দাম দ্বিগুণ

সিন্ডিকেটে নাকাল পোস্তার আড়তদাররা, হঠাৎ লবণের দাম দ্বিগুণ

ছবি: সংগৃহীত

লবণ সিন্ডিকেটে নাকাল পোস্তার আড়তদাররা। বলছেন, হঠাৎ করে একটি চক্র লবণের দাম বাড়িয়ে দিয়েছে। চামড়া সংরক্ষণের জন্য বাধ্য হয়ে বেশি দামেই লবণ কিনতে হচ্ছে। এতে করে খরচ বেড়ে যাচ্ছে।

লবণের দাম সহনীয় রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে হুশিয়ারিতেও কোন কাজ হচ্ছে না। সুযোগ বুঝে অসাধু এই চক্র লবণের প্রায় দাম দ্বিগুণ করেছে। সকাল থেকে চামড়া আসছে আড়তে। তবে পরিমাণে বেশ কম। এখানকার কর্মীরা জানিয়েছেন, আজ শেষ দিন অনেকে কোরবানি করে থাকেন। সেসব চামড়া আনছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে দাম গেল দু’ দিনের মতোই আছে।

গতবারের চেয়ে এবার গরুর চামড়ার দর কিছুটা বাড়লেও ছাগলের চামড়া নিয়ে হতাশা কাটেনি। অনেকে ছাগলের চামড়া বিনা পয়সায় রেখে গেছেন।

গেল মধ্যরাতে যেসব চামড়া এসেছে, তা সংরক্ষণ উপযোগী করে তোলার কাজ চলছে। তবে পোস্তায় বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়নি।

এনএনআর/

Exit mobile version