Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জে ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ইয়াসিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরের শহরের উত্তর ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উত্তর ইসলামপুরের আলী আকবরের ভাড়াটিয়া আক্তার হোসেনের পুত্র।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে উঠানে হামাগুড়ি দিয়ে খেলছিলো শিশু ইয়াসিন। এর মাঝেই নিখোঁজ হয় সে। পরে সম্ভব সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের ডোবাতে পড়ে যেতে পারে এমন সন্দেহ হলে সেখানে তল্লাশি চালায় বাড়ির লোকজন। দুপুর ২টার দিকে ডোবার মধ্যে ইয়াসিনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুবক্কর সিদ্দিক বলেন, ডোবায় পড়ে শিশুর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version