Site icon Jamuna Television

মেসিকে বার্সায় রাখতে সাহায্য করবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল!

ছবি: সংগৃহীত

ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় মেসিকে আবারও দলে নিতে বেশ হিমশিম খেতে হচ্ছে বার্সেলোনাকে। একদিকে লা লিগা কর্তৃপক্ষের বেতনের নির্দিষ্ট সীমা, অন্যদিকে বার্সার বিশাল ঋণের বোঝা। সবকিছু মিলিয়ে বিপাকে আছে বার্সেলোনা। এমন অবস্থায় মেসির চুক্তি নবায়ন করতে বার্সাকে সাহায্য করতেও রাজী তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এমনটাই দাবি করেছে স্প্যানিশ গণমাধ্যম অনদ্যা সেরোর।

অনদ্যা সেরোর প্রতিবেদনে বলা হয়, লা লিগার জন্য মেসির বার্সায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতির পর ক্লাবগুলোর আয়ের উপরও বড় প্রভাব রাখবে মেসি।

এছাড়াও প্রতিবেদনটিতে বলা হয়, লীগের অর্থনৈতিক দিক বিবেচনা করে রিয়াল মাদ্রিদ মেসির চুক্তি নবায়নে বার্সাকে সাহায্য করতে ইচ্ছুক। এমনকি প্রয়োজনে লা লিগার আইনে শিথিলতা আনার কথাও বলে তারা।

তবে কি ধরনের সাহায্য করবে তা প্রতিবেদনটিতে বলা হয়নি।

উল্লেখ্য, স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুসারে মেসি বার্সার সাথে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন। এজন্য পূর্বের বেতনের ৫০ শতাংশ কমাতেও রাজী হয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

Exit mobile version