Site icon Jamuna Television

ইমরান খানকে ‘হাড়িভাঙা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইমরান খান। ফাইল ছবি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা হিসেবে উত্তরবঙ্গের বিখ্যাত ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এক হাজার কেজি ‘হাড়িভাঙ্গা’ আম কোরবানির ঈদের দিনে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার কাছে হস্তান্তর  করা হয়।

হাইকমিশন জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে।

এর আগে, ভারতসহ অন্যান্য দেশে উপহার হিসেবে আম পাঠান প্রধানমন্ত্রী।

Exit mobile version