Site icon Jamuna Television

‘পদত্যাগের’ পর প্রথম সৌদিতে গেলেন সাদ হারিরি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন আজ বুধবার। গত নভেম্বরে সৌদিতে থাকাবস্থায় ‘জোর করে পদত্যাগের শিকার’ হওয়ার পর এই প্রথম সৌদিতে গেছেন হারিরি।

এর আগে মঙ্গলবার লেবাননের প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাত করতে বুধবার রিয়াদে পৌঁছাবেন। তাদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

আগামী মে মাসের ৬ তারিখ লেবাননে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে হারিরির সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত বছর নভেম্বরে সৌদি সফরে যাওয়ার পর হারিরি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।

কিন্তু তার দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাকে গৃহবন্দী করে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। এরপর ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রনের মধ্যস্থতায় হারিরি লেবাননে ফিরে ঘোষণা দেন যে, তিনি তার দায়িত্ব চালিয়ে যাবেন। বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন হারিরি।

Exit mobile version