Site icon Jamuna Television

পর্নকাণ্ডে শিল্পাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

পর্নকাণ্ডে শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ এবং তার বক্তব্য রেকর্ড করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। স্বামী রাজের পর্নোগ্রাফির ব্যবসা সম্পর্কে তিনি কিছু জানতেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় শিল্পাকে।

স্বামী রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ এর শিল্পা একজন ডিরেক্টর। তবে তদন্ত চলছে শুধুমাত্র ‘কেনরিন’ নামে একটি সংস্থা নিয়ে। জানা গেছে, এই প্রতিষ্ঠানের হাতেই ছিল ‘হটশটস’ অ্যাপের মালিকানা। এ অ্যাপের মাধ্যমেই রাজ তার তৈরি পর্ন ছবিগুলো দেখাত। শিল্পার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। অপরাধ দমন শাখার কর্মকর্তারা তার বাড়িতে গেলে কথা বলতে রাজি হন শিল্পা।

জানা গেছে, ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’এ ডিরেক্টর হিসেবে শিল্পা কত দিন ধরে কাজ করছেন, সে বিষয়েও জানতে চেয়েছে পুলিশ। ‘হটশটস’ অ্যাপের মালিকানা ‘কেনরিন’-এর হাতে থাকলেও ভিডিও তৈরি থেকে ব্যবসার হিসাবরক্ষণ সবই নাকি হতো এই ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ এর মাধ্যমেই।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version