Site icon Jamuna Television

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় মানুষের চলাচল কম

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় মানুষের চলাচল কম।

সারা দেশে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। অন্যান্য দিনের চেয়ে রাস্তায় মানুষের চলাচল কম।

ফাঁকা সড়কে হঠাৎ হঠাৎ দুই একটি ব্যক্তিগত গাড়ি দেখা গেছে। তবে, পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার আওতায় থাকা যানবাহন চলাচল করছে। লকডাউনের কারণে সকাল থেকেই কোনো দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা।গণপরিবহন বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককে হেঁটে বা রিকশায় গন্তব্যে রওনা দিতে দেখা যায়।

রাজধানী ছাড়াও বিভাগীয় ও জেলা শহরে বিভিন্ন সড়কে রয়েছে পুলিশের চেকপোস্ট। বিধিনিষেধ কার্যকরে টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। সারাদিন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Exit mobile version