দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-নেভেদা অঙ্গরাজ্য। এরই মধ্যে পুড়েছে লেক তাহো এলাকার ২০০ বর্গকিলোমিটারের বেশি বনভূমি, ধ্বংস হয়েছে অন্তত ১০টি বাড়ি ও ঝুঁকিতে রয়েছে আরও ১৫শ’ স্থাপনা।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার হাজার কর্মী। নিয়োজিত রয়েছে অন্তত ৬০টি অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টার। দমকা বাতাস ও অতিরিক্ত তাপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিরূপ আবহাওয়া সৃষ্টি হয়েছে পশ্চিমা দেশগুলোতে। এর ফলাফলই ঘন ঘন তাপদাহ ও দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগ।
শুক্রবার (২৩ জুলাই) অঞ্চলটিতে তাপমাত্রা পৌঁছায় ৩২ ডিগ্রি সেলসিয়াসে। গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা আর শুষ্ক আবহাওয়া বিরাজ করছে দেশটিতে।

