Site icon Jamuna Television

করোনা সংক্রমণে আবারও পেছালো সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ

করোনাভাইরাসের সংক্রমণে কারনে আবারও পিছিয়ে গেলো সাফ ফুটবল চ্যম্পিয়নশীপ। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণের কারণে আবারও পিছিয়ে গেলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ।

আগামী ৩০ আগষ্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আসর। বাফুফের সাথে ভার্চুয়াল এক মিটিংয়ে সাফ চ্যম্পিয়নশীপ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আগামী অক্টোবরের শুরুর দিকে এবারের আসর আয়োজনের চেষ্টা করবে বাফুফে। ভারত, নেপাল ও মালদ্বীপ সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের আয়োজক হবার আগ্রহ দেখিয়েছে। তবে ভারত আয়োজক হলে খেলা হতে পারে কলকাতায়। আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে আছে নেপাল। ২০১৮ সালে এই প্রতিযোগিতার আয়োজক ছিলো বাংলাদেশ।

এর আগে করোনা মহামারিতে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ।

Exit mobile version