Site icon Jamuna Television

নিষেধাজ্ঞা উঠে গেলেও বৈরি আবহাওয়ায় মাছ ধরতে যেতে পারছে না অনেক ট্রলার

সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা গত মধ্যরাতে শেষ হলেও বৈরি আবহাওয়ার কারণে সাগরে যেতে পারেনি বেশিরভাগ ট্রলার।

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা গত মধ্যরাতে শেষ হলেও বৈরি আবহাওয়ার কারণে সাগরে যেতে পারেনি বেশিরভাগ মাছ ধরার ট্রলার।

বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে গতরাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বরগুনা ট্রলার মালিক সমিতি জেলেদের সাগরে যেতে নিষেধ করেছে। নিষেধ সত্ত্বেও কিছু ট্রলার সাগরে গেছে।

পটুয়াখালী থেকেও খুব বেশি ট্রলার সমুদ্রে যায়নি। ভোলার জেলেরা গভীর সাগরে না গেলেও তীরবর্তী এলাকায় ট্রলার নিয়ে মাছ ধরছেন। আবহাওয়া কিছুটা ভালো হলেই গভীর সমুদ্রে ছুটবেন তারা।

Exit mobile version