Site icon Jamuna Television

নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং, রুনি আটক

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সাবেক ইংলিশ ফুটবলার ওয়েইন রুনিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বন্ধুদের সাথে আড্ডা শেষে ফেরার সময় চেশায়ার এলাকায় তার বাড়ির কাছে থেকে সাবেক ইংলিশ অধিনায়ককে পুলিশ আটক করে।

এসময় তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। বর্তমানে ইংলিশ ক্লাব এভারটনের হয়ে খেলা রুনি গত সপ্তাহে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন।

৩১ বছর বয়সী এই স্ট্রাইকার ইংল্যান্ডের হয়ে ১১৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে সর্বোচ্চ ৫৩টি গোল করেছেন। উগ্র লাইফস্টাইলের জন্য আগেও একাধিকবার আলোচনায় এসেছিলেন রুনি।

/কিউএস

Exit mobile version