Site icon Jamuna Television

চীনে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৬

এক সপ্তাহ পেরিয়ে গেলেও জলাবদ্ধতা কাটেনি চীনের বন্যাকবলিত হেনান প্রদেশের অনেক শহরে।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের হেনান প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জন। এখনও নিখোঁজ অনেকে।

ডুবে যাওয়া এলাকা থেকে বন্যাদুর্গতদের উদ্ধারে বড় আকারের বুলডোজার ব্যবহৃত হচ্ছে। অন্য যানবাহন চলার সুযোগ না থাকায় বিকল্প এ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

এদিকে, এক সপ্তাহ পেরিয়ে গেলেও জলাবদ্ধতা কাটেনি বন্যাকবলিত হেনান প্রদেশের অনেক শহরে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রাদেশিক রাজধানী ঝেংঝৌতে এখনও তলিয়ে আছে রাস্তাঘাট। বৃষ্টি হচ্ছে অনেক এলাকায়।

শুক্রবার (২৩ জুলাই) দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে এগিয়ে যায় নির্মাণ শ্রমিকরা। নির্মাণকাজে ব্যবহৃত বুলডোজার দিয়ে পারাপার করা হয় অনেককে। শহরটিতে উদ্ধার অভিযানে কাজ করছে সেনাবাহিনীসহ জরুরি বিভাগের কর্মীরা। এ পর্যন্ত ৬০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। নৌ চলাচল বন্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়েছে।

Exit mobile version