Site icon Jamuna Television

রেকর্ড ট্রান্সফার ফি’তে ওল্ড ট্রাফোর্ডে সানচো

রেড ডেভিলদের জার্সি গায়ে জেডন সানচো।

রেকর্ড ট্রান্সফার ফি’তে বরুশিয়া ডর্টমুন্ড থেকে জেডন সানচোকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
আপাতত ৫ বছরের চুক্তিতে সানচোকে দলে টেনেছে রেড ডেভিলস।

তবে পরবর্তীতে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। সানচোকে দলে নিতে ট্রান্সফার ফি বাবদ ইংলিশ ক্লাবটিকে গুনতে হবে সাড়ে আট কোটি ইউরো, যা ইপিএলে মিডফিল্ডার হিসেবে ট্রান্সফার ফি এর রেকর্ড।

এর আগে ২০১৭ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন জেডন সানচো। ক্লাবটির হয়ে ১৩৭টি ম্যাচে সানচো করেছেন ৫০টি গোল, আর অ্যাসিস্ট করেছেন ৫৭টি গোলে।

Exit mobile version