Site icon Jamuna Television

ছুটির পর রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা রোগী

ছুটির পর আবারও রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বেড়েছে ।

ঈদের ছুটির পর আবারও রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা রোগীর চাপ। ঢাকার বাইরে থেকে আসছে বেশিরভাগ রোগী। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।

শনিবার (২৪ জুলাই) হাসপাতালগুলোতে কোভিড পরীক্ষাকে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। টেস্ট করানো বেশিরভাগ মানুষের ফলাফল এসেছে পজিটিভ। টেস্টের জন্য লাইনে দাঁড়ানো মানুষেরা নানা রকম ভোগান্তির অভিযোগ করেন।

এছাড়া, ঈদের ছুটির পর বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে টিকা কার্যক্রম। এসএমএস পেতে দেরি হওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছে টিকা নিতে আসা রোগীরা।

Exit mobile version