Site icon Jamuna Television

রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন চীনের নারী শ্যুটার কিয়ান ইয়াং

রেকর্ড গড়ে স্বর্ণ জয় করলেন কিয়ান ইয়াং।

টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতেছেন চীনের শ্যুটার ইয়াং কিয়ান। গড়েছেন অলিম্পিকের নতুন রেকর্ড।

নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫১ দশমিক ৮ স্কোর করে এই কীর্তি গড়েন ইয়াংন, যা অলিম্পিকের ফাইনালে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরের রেকর্ড। ২৫১ দশমিক ১ স্কোর করে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ান শ্যুটার আনাস্তাসিয়া গালাশিনাকে জিতেছেন রৌপ্য।

মূলত শেষ শটে ৯ দশমিক ৮ স্কোর করেই বাজিমাত করেন ইয়াং কিয়ান। বাছাইপর্বে ৬৩২ দশমিক ৯ স্কোর করে রেকর্ড গড়া নরওয়ের জেনেট হেগ হয়েছেন চতুর্থ।

Exit mobile version