Site icon Jamuna Television

পিএসজি’র সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন পচেত্তিনো

২০২৩ পর্যন্ত পিএসজিতেই থাকছেন পচেত্তিনো।

ফরাসি জায়ান্ট ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন দলটির আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনো।

চুক্তি অনুযায়ী আগামী ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ক্লাবটির কোচের দায়িত্বে থাকবেন তিনি। এ বছরের জানুয়ারিতে পিএসজির দায়িত্ব নেন পচেত্তিনো। তখন ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি করেছিলেন ৪৯ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ।

যদিও ক্লাবটির হয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি তার। টানা তিনবার লিগ শিরোপা জেতা পিএসজি সর্বশেষ আসরে হয় রানার্সআপ, ব্যর্থ হয় চ্যাম্পিয়ন্স লিগেও। তবে জিতেছেন ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপের শিরোপা।

Exit mobile version