Site icon Jamuna Television

লকডাউনে বের হওয়ায় রাস্তায় বসে থাকার শাস্তি

বিনা কারণে ঘরের বাহিরে বের হওয়ায় ১৩ জনকে ৩০ মিনিট রাস্তায় বসে থাকার শাস্তি দেওয়া হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি:

করোনা পরিস্থিতির কারণে দেশে চলছে কঠোর লকডাউন। এরই মাঝে বিনা কারণে ঘরের বাহিরে বের হওয়ায় ১৩ জনকে ৩০ মিনিট রাস্তায় বসে থাকার শাস্তি দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এ ঘটনা ঘটে।

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের সচেতনতা মূলক যৌথ অভিযান চলাকালে মাস্ক বিহীন অবাধে চলাফেরা করার কারণে এ শাস্তি প্রদান করে।

এ সময় কী কারণে তারা বাহিরে বের হয়েছে সে বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে না পারায় তাদেরকে প্রায় ৩০ মিনিট রাস্তার উপর বসিয়ে রাখা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযানের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট শাদমান ইকবাল সহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

Exit mobile version