Site icon Jamuna Television

ভারত থেকে ২০০ মেট্রিক টন অক্সিজেন আসছে

প্রথমবারের মতো ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন আসছে দেশে। ভারতীয় রেলপথ টাটা নগর থেকে ১০টি কন্টেইনারে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস তরল অক্সিজেন পরিবহন করছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তরল মেডিকেল অক্সিজেন লোড করা হয়।

গত ২৪ এপ্রিল টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। চালানটি দেশে পৌঁছালে বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের চাহিদা অনেকাংশে পূরণ হবে। ভারতে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।

ইউএইচ/

Exit mobile version