Site icon Jamuna Television

৪ লাখ ৬২ হাজারে বিক্রি হলো ২৮ কেজির ভোল মাছ

বরগুনা প্রতিনিধি:

গভীর সমুদ্রে জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ। ওই মাছ বিক্রি করা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায়।

শনিবার (২৪ জুলাই) দুপুরে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছটি কেনেন খুলনার মাছ ব্যবসায়ী মো. জুয়েল।

মাছুম কোম্পানির মালিকানাধীন এফবি আলাউদ্দিন হাফিজ-৪ ট্রলারের মাঝি আবু জাফর জানান, গভীর সমুদ্রে জাল ফেলে ওই মাছটি শিকার করা হয়েছে। মাছটি পেয়ে তারা আর দেরি না করে দ্রুত ঘাটে চলে আসেন।

শনিবার সকাল থেকেই মাছটি বিক্রির জন্য নিলামে ডাক শুরু হয়। পরে দুপুরে প্রতিমণ ৬ লাখ ৬১ হাজার দরে ২৮ কেজির দাম ৪ লাখ ৬২ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। এ মাছের বালিশের (বায়ুথলি) চাহিদা অনেক বেশি।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দে বলেন, ভোলমাছ ও সোনা বাইনমাছের এয়ারব্লাডার (বায়ুথলি) খুবই দামি। এগুলো বিদেশে রফতানি করা হয়। বিশেষ ওষুধ তৈরিতে এগুলো ব্যবহার করা হয় বলেও জানান তিনি।

Exit mobile version