Site icon Jamuna Television

হবিগঞ্জে মাছ ধরা নিয়ে দু’পক্ষের টেটাযুদ্ধে আহত ৩০, আটক ৫

হবিগঞ্জ সদর হাসপাতাল

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচঙ্গে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের টেটাযুদ্ধে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের আজমান মিয়ার সাথে একই গ্রামের খুর্শিদ মিয়ার মধ্যে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে। শনিবার দুপুরে খুর্শিদ মিয়ার পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেটা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।

Exit mobile version