Site icon Jamuna Television

জেনিফার লোপেজের ৪৯ তম জন্মদিন আজ

হলিউডের ড্রিম গার্ল জেনিফার লোপেজের ৪৯ তম জন্মদিন আজ। সংগৃহীত ছবি।

হলিউডের ড্রিম গার্ল জেনিফার লোপেজের ৪৯ তম জন্মদিন আজ। জেনিফার লিন লোপেজ একাধারে আমেরিকান অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, ফ্যাশন ডিজাইনার, নৃত্য শিল্পী, ব্যবসায়িক উদ্যোক্তা ও প্রযোজক।

১৯৬৯ সালে আমেরিকার নিউইয়র্কে জন্মানো এই কৃতি শিল্পীর নাচ-গানের প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। ১৯৮৬ সালে মাই লিটল গার্ল নামক ছবির ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি। তবে ১৯৯১ সালে ইন লিভিং কালার নামক অনুষ্ঠানে নাচের মাধ্যমে তিনি বিনোদন জগতে নিয়মিত হন।

এরপর ১৯৯৭ সালে সেলেনা ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মূল ভূমিকায় আসেন। তার পরের বছর আউট অব সাইট ছবিতে অভিনয় করে লোপেজ লাতিন আমেরিকার প্রথম অভিনেত্রী হিসেবে দশ লক্ষ ডলার পারিশ্রমিক পান।

১৯৯৯ সালে তার প্রথম গানের অ্যালবাম অন দ্য সিক্স বের হওয়ার পর তিনি অভিনয় জীবন থেকে সঙ্গীত জগতে প্রবেশ করেন। সঙ্গীতেও তিনি অর্জন করেন ঈর্ষণীয় সাফল্য।

২০১৪ সালে তার মিউজিক স্টুডিও অ্যালবাম ‘অল নোন অ্যাস এ কে এ’ রিলিজ পায়। যেটি ব্যবসাসফল হয়।

Exit mobile version