Site icon Jamuna Television

দেশে পৌঁছেছে প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০টি ভেন্টিলেটর

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসী চিকিৎসকদের পাঠানো ২৫০টি পোর্টেবল ভেন্টিলেটর উপহার দেশে এসে পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) রাত ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো এসে পৌঁছেছে।

এই পোর্টেবল ভেন্টিলেটরগুলো করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

ভেন্টিলেটরগুলো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে গ্রহণের কথা রয়েছে।

এর আগে, ভেন্টিলেটরগুলো নিয়ে বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইট ভারতের নয়াদিল্লী বিমানবন্দর থেকে শনিবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

Exit mobile version