Site icon Jamuna Television

কমলাপুরে বিআরটিসির ডিপোতে আগুন, পুড়ে গেছে দুটি বাস

২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সংগৃহীত ছবি।

রাজধানীর কমলাপুর বিআরটিসির ডিপোতে আগুনে পুড়ে গেছে দুটি বাস।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আগুন লাগে। ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন লাগার পেছনে ব্যাটারির র্সাকিট কারণ হতে পারে। বিআরটিসি কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে, আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। দ্রুততম সময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিআরটিসি।

Exit mobile version