Site icon Jamuna Television

আর্জেন্টিনার খেলোয়াড় হকিস্টিক দিয়ে মারলেন স্পেনের খেলোয়াড়কে

ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে স্পেন বনাম আর্জেন্টিনার হকি ম্যাচে স্পেনের এক খেলোয়াড়ের মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করেন আর্জেন্টিনার এক খেলোয়াড়। খবর ইউরো স্পোর্টসের।

শনিবার (২৪ জুলাই) আর্জেন্টিনা হকি দলের ৩৬ বছর বয়সী সদস্য লুকাস রসি স্প্যানিশ ডেবিড অ্যালেগ্রির মাথায় আঘাত করে। ওই সময়ে অ্যালেগ্রি ক্র্যাম্পের চোট মুক্তির চিকিৎসা নিচ্ছিলেন।

প্রতিবেদনটিতে বলা হয়, অ্যালেগ্রিকে চিকিৎসা নিতে দেখে রসি মনে করেছিলেন সময় ক্ষেপণ করছেন অ্যালেগ্রি। তাই হাতের হকিস্টিক দিয়ে তার মাথায় আঘাত করে বসেন। এতে সাথে সাথেই চিৎকার করে উঠে ওই স্প্যানিশ খেলোয়াড়। এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রসির গলা চেপে ধরেন অন্য স্প্যানিশ খেলোয়াড়রা।

দুই দলের মধ্যকার খেলাটি শেষ পর্যন্ত ১-১ সমীকরণে ড্র হয়।

Exit mobile version