Site icon Jamuna Television

কুয়েতে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ স্পেশাল টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত

কুয়েতে বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ স্পেশাল টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত।

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে এবং বাংলাদেশ প্রেসক্লাব এর সৌজন্যে ঈদুল আযহা উপলক্ষে ঈদ স্পেশাল টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জাহাঙ্গির খান পলাশ এবং প্রেসক্লাবের পক্ষে নেতৃত্ব দেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।

আল মোল্লা এক্সচেঞ্জ এর সহযোগিতায় খেলার পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. হ জুবেদ এবং ক্রিকেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন। খেলায় নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলতে সক্ষম হয় তারা।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলতে সক্ষম হয়। এতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন দুই রানে জয়লাভ করে।

Exit mobile version