Site icon Jamuna Television

বরযাত্রীর ‘উদযাপনী গুলি’তে প্রাণ গেল বরের

বরযাত্রীরা রওয়ানা হয়েছেন কনের বাড়ির উদ্দেশে। যাত্রীদের মধ্যে অনেকেই নেচে গেয়ে আনন্দ করছিলেন। এর মধ্যে এক যুবক নাচতে নাচতে ফাঁকা গুলিও ছুঁড়ছিলেন।

কিন্তু উদযাপনী গুলির একটি গিয়ে ভুলবশত লেগে যায় বরের মাথায়। সাথে সাথেই মাটি পড়ে যান ২১ বছর বয়সী দিপক কুমার। দ্রুত হাসপাতালে নেয়া হলেও শেষ রক্ষা হয়নি। বরযাত্রা কিছুক্ষণের মধ্যে পরিণত হয় শবযাত্রায়। ডাক্তাররা জানান, দিপক আর বেঁচে নেই।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। মঙ্গলবারের ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

তবে প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে জানিয়েছেন, ইচ্ছা করে হত্যার ঘটনা ঘটেনি। যা হবার ভুল করেই হয়েছে। ভারতের বিভিন্ন এলাকায় বিয়ের অনুষ্ঠানে গুলি ছুঁড়ে উদযাপনের প্রচলন আছে।

সম্প্রতি মুম্বাইয়ে এরকম বিয়ের অনুষ্ঠানে এক অতিথির গুলিতে আরেক অতিথি নিহত হয়েছিলেন।

Exit mobile version