Site icon Jamuna Television

আজ থেকে ব্যাংক খোলা, লেনদেন দেড়টা পর্যন্ত

আজ থেকে ব্যাংক খোলা, লেনদেন দেড়টা পর্যন্ত

ছবি: সংগৃহীত

পাঁচ দিন ছুটির পর থেকে আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হলো লেনদেন। চলবে দেড়টা পর্যন্ত। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এড়াতে ১৪ দিনের কঠোর লকডাউনের কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন হবে ‘সীমিত আকারে’। গ্রাহকদের জন্য প্রতিদিন মাত্র সাড়ে তিন ঘণ্টার জন্য ব্যাংক খোলা রাখা হচ্ছে।

তবে ব্যাংকগুলো এই সময়ের বাইরে তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখতে পারবে। এ সময়ে ব্যাংকের প্রধান কার্যালয় ও অনুমোদিত ডিলার শাখা খোলা থাকছে।

ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা ২৪ ঘণ্টা চালু। এটিএম বুথ সচল রেখেছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলো। ব্যাংকে গ্রাহকের উপস্থিতি বেশ কম। ব্যাংকারদের ধারণা, কঠোর লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্যে গতি আসতে সময় লাগবে।

এছাড়া ঈদের পর ব্যাংকে গ্রাহক সাড়া পেতে একটু সময় লাগে। তবে রেমিট্যান্স সংগ্রহের জন্যে ব্যাংকে এসেছেন কেউ কেউ।

এনএনআর/

Exit mobile version