Site icon Jamuna Television

আর্নেস্ট হেমিংওয়ে ল্যুক অ্যালাইক কম্পিটিশন

লেখক আর্নেস্ট হেমিংওয়ের মত দেখতে শত শত মানুষ জড়ো হয়েছিলেন কি ওয়েস্টে।

সবার মুখে শ্বেত শুভ্র দাড়ি। পরণের পোশাকও একদম এক। প্রত্যেকের চেহারার ধরণ অনেকটা প্রখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে’র মতো। এরকম সাজ-পোশাকে ফ্লোরিডার কি ওয়েস্টে হাজির হয়েছিলেন শত শত মানুষ।

আয়োজিত হল হেমিংওয়ে’র লুক-অ্যালাইক প্রতিযোগিতা। ত্রিশের দশকে কি ওয়েস্ট শহরে কিছুদিন বাস করেছেন কবি। সেখানেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত উপন্যাস ফর হুম দ্যা বেল টোলস। পরবর্তীতে পুলিৎজার জয়ী মহান এই লেখকের স্মৃতি ধরে রাখতে ১৯৮১ সাল থেকে প্রতিবছর সেখানে এ কনটেস্টের আয়োজন করে হেমিংওয়ে লুক অ্যালাইক সোসাইটি।

গত মঙ্গলবার শুরু হয় হেমিংওয়ে স্মরণে এ আয়োজন। ল্যুক অ্যালাইক ছাড়াও থাকে প্রতীকি ষাঁড় দৌড় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। ৫ রাতব্যাপী এ অনুষ্ঠানে ষাঁড়ের প্রতিকৃতি নিয়ে করা হয় প্যারেডও।
হেমিংওয়ে বিখ্যাত উপন্যাস দ্যা সান অলসো রাইজেস এর স্মরণে করা হয় এ বিখ্যাত প্যারেড। সব শেষে বেছে নেয়া হয় একজন বিজয়ী। এই প্রতিযোগীতার বিচারক হিসেবে থাকেন আগের বছরের বিজয়ীরা। এ বছর লুক অ্যালাইক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১৩৭ জন প্রতিযোগী। আজ রোববার ঘোষণা করা হবে বিজেতার নাম। গেল বছর করোনার কারণে বন্ধ ছিল এ আয়োজন।

Exit mobile version