Site icon Jamuna Television

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসা হচ্ছে না অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের। হাঁটুর চোটে পরে উইন্ডিজ সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরছেন তিনি।

লম্বা সময়ের জন্য অস্ত্রোপচার করা হবে তার ডান হাঁটুতে। তাই বাংলাদেশ সিরিজের পাশাপাশি মিস করতে পারেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে দলের মেডিকেল স্টাফদের আশাবাদ, বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন ফিঞ্চ।

চলতি উইন্ডিজ সফরের শুরুর দিকে ইনজুরিতে পরেন তিনি। চোট সামলে টি-২০ সিরিজ খেললেও সম্ভব হয়নি ওয়ানডে সিরিজ খেলা। তার পরিবর্তে বাংলাদেশ সফরে অজিদের নেতৃত্ব দিতে পারেন ম্যাথু ওয়েড। টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবে অজি দল।

ইউএইচ/

Exit mobile version