Site icon Jamuna Television

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

দেশজুড়ে লকডাউনের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

শনিবার (২৪ জুলাই) মাধ্যমিক ও শিক্ষা অধিদফতর (মাউশি) এই আদেশ জারি করে। গতকাল শনিবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গত ১৩ জুলাই জারি করা বিধিনিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার প্রেক্ষিতে এই নিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটিতে স্বাক্ষর করেন মাউশি’র পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন।

Exit mobile version