Site icon Jamuna Television

এক কোটি রুপি আর্থিক পুরস্কার পাচ্ছেন চানু মীরাবাঈ

৪৯ কেজি ভারোত্তোলনে রৌপ্যপদক জিতেছেন চানু মীরাবাঈ। ছবি: সংগৃহীত

অলিম্পিকের এবারের আসরে তার হাত ধরেই প্রথম পদক পেয়েছে ভারত। রৌপ্যজয়ী ভারোত্তোলক চানু মীরাবাঈকে তাই এক কোটি রুপি আর্থিক পুরস্কার দিচ্ছে মণিপুর রাজ্য সরকার।

শনিবার (২৪ জুলাই) পদক জয়ের পরপরই ভিডিও কলে মীরাবাঈকে এই সুসংবাদ দেন মুখ্যমন্ত্রী বিরেন সিং। পাশাপাশি তাকে সম্মানজনক চাকরি দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে রাজ্য সরকার।

টোকিও অলিম্পিকের প্রথম দিনে ভারোত্তোলনের ৪৯ কেজি ওজন শ্রেণিতে রৌপ্যপদক জেতেন চানু মীরাবাঈ। এমন সাফল্যের পর তাকে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ দেশটির বিভিন্ন তারকা।

Exit mobile version