Site icon Jamuna Television

রেড ডেভিলদের সাথে চুক্তির মেয়াদ বাড়লো সুলশারের

২০২৪ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি বাড়লো ওলে গানার সুলশারের। ছবি: সংগৃহীত

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কোচ ওলে গানার সুলশার। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত রেড ডেভিলদের কোচের দায়িত্বে থাকবেন তিনি।

পাশাপাশি চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে ক্লাব ওয়েবসাইটে। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড বলেছেন, ওলে এবং তার স্টাফরা ক্লাবের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য দারুণ কাজ করে যাচ্ছেন। তাদের সাফল্য গত দুই সিজনে আমরা দেখতে পেয়েছি এবং সামনের সময়গুলোতেও ওল্ড ট্রাফোর্ড তাদের চায়। দলে এখন তরুণ খেলোয়াড়দের সাথে একাডেমিতে বেড়ে ওঠা খেলোয়াড় এবং বিশ্বমানের সাইনিংরা দারুণভাবে মিশে গেছে। অ্যাটাকিং ফুটবলের যে ধারা ওলে এখানে নিয়ে এসেছেন তা অব্যাহত রাখতে চাই আমরা।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন সুলশার। ২০১৯ সালে নতুন করে ৩ বছরের চুক্তি করা হয়ে এই ইউনাইটেড লেজেন্ডের সাথে। তার অধীনে দুই নম্বরে থেকে সবশেষ প্রিমিয়ার লিগ শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড। পাশাপাশি ইউরোপা লিগে হয় রানার্সআপ।

Exit mobile version