Site icon Jamuna Television

হ্যাটট্রিক স্বর্ণের লড়াইয়ে নেই মারে

ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে ছিল হ্যাটট্রিক স্বর্ণের হাতছানি। কিন্তু ইনজুরির কারণে অলিম্পিকের টেনিস পুরুষ একক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন বৃটিশ তারকা অ্যান্ডি মারে। ২০১২ লন্ডন ও ২০১৬ রিও অলিম্পিকে টানা স্বর্ণ জিতেছিলেন মারে।

রোববার (২৫ জুলাই) পেশির চোটের কারণে আসর থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তবে জো সালসবুরির সাথে জুটি বেঁধে লড়বেন দ্বৈত ইভেন্টে।

অলিম্পিকে দুর্দান্ত রেকর্ড তিনবারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকার। একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন অলিম্পিকের একক ইভেন্টের দু’টি শিরোপা। লন্ডন ও রিও অলিম্পিকে টানা দুটি একক শিরোপার সাথে ২০১৬ রিও অলিম্পিকে লরা রবসনের সাথে জুটি বেঁধে জিতেছিলেন রৌপ্য পদক।

Exit mobile version