গাইবান্ধা প্রতিনিধি:
আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনকে ঘিরে সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
আজ বুধবার বিকালে উপজেলার রামজীবন ইউনিয়নে বাজারপাড়া ডিগ্রী কলেজ মাঠে এক আলোচনা সভায় জাতীয় পার্টির নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেন।
উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মতিন বিএসসি ও সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা বারীর হাতে ফুল তুলে দেন।
মতিন বিএসসি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমরা আওয়ামী লীগে যোগ দিয়েছি।’
আফরোজা বারী বলেন, ‘জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে চেতনা ফিরে এসেছে। তারা বুঝতে পেরেছে উন্নয়নশীল বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই।’

