Site icon Jamuna Television

হবিগঞ্জে সীমান্তবর্তী জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার

হবিগঞ্জে জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার।

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে লিজা নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মাধবপুর থানা পুলিশ উপজেলার ধর্মঘর এলাকায় ভারত সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে।

মাধবপুর থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, ধর্মঘর ইউনিয়নের আইলাবই গ্রামের সাগর আলীর মেয়ে তাকমিনা আক্তার লিজা ঈদের দিন নিখোঁজ হয়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। আজ স্থানীয় এক মহিলা জঙ্গলে লাকড়ি কুড়াতে গেলে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

তিনি বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএইচ/

Exit mobile version