Site icon Jamuna Television

ঈদে যাতায়াতের কারণে করোনা সংক্রমণ ৫-৬ গুণ বেড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ঈদে যাতায়াতের কারণে করোনা সংক্রমণ ৫-৬ গুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, এখন হাসপাতালে ভর্তি ৭৫ ভাগ রোগী গ্রাম থেকে আসা।

আজ রোববার (২৫ জুলাই) দুপুরে বিএসএমএমইউ হাসপাতালের কনভেনশন সেন্টারকে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতালে রূপান্তর কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঈদে যাতায়াতের কারণে করোনার সংক্রমণের হার আগে যা ছিল তার থেকে ৫-৬ গুণ হয়ে গেছে। মৃত্যুর হারও প্রায় ৭, ৮ গুণ ১০ গুণ হয়ে গেছে। ঈদে প্রায় লক্ষ লক্ষ লোক আমরা গাদাগাদি করে বাসে ফেরিতে করে গিয়েছি। এই সংক্রমণের হার এ জন্য বাড়ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার জন্য নির্ধারিত শয্যার ৮০ শতাংশ পূর্ণ হয়ে গেছে। সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সারাদেশেই শয্যার সংকট দেখা দেবে। মন্ত্রী জানান, গ্রামের মানুষকে টিকার আওতায় আনতে শুধু এনআইডি দেখিয়ে টিকা দেওয়ার চিন্তা করছে সরকার।

এ সময় ডেঙ্গু নিয়ে মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। ১০টি হাসপাতাল ডেঙ্গু চিকিৎসার জন্য ডেডিকেটেড করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

Exit mobile version