Site icon Jamuna Television

জয়ে বেঁচে রইল আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের আশা

আর্জেন্টিনার গোলদাতা ফাকুন্দো মেদিনা। ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকের ফুটবলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে অলিম্পিক মিশন বাজেভাবে শুরু করা ম্যারাডোনার দেশের যুবারা মিশরকে হারিয়েছে ১-০ গোলে।

রোববার (২৫ জুলাই) সি গ্রুপের ম্যাচে ফাকুন্দো মেদিনার একমাত্র গোলে পাওয়া জয়ে দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা বেঁচে রইল ২০০৮ সালের স্বর্ণ জয়ীদের। দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনার নিচু শট জালে জড়ালে গুরুত্বপূর্ণ লিড পায় আর্জেন্টিনা। বাকি সময় কোনো পক্ষই আর কোনো গোল না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বুধবার (২৮ জুলাই) আর্জেন্টিনা লড়বে স্পেনের বিরুদ্ধে। ওইদিন এক পয়েন্ট পাওয়া মিশর খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Exit mobile version