Site icon Jamuna Television

অক্সিজেন সরবরাহে বিলম্বের অভিযোগে হাসপাতালে নিহতের স্বজনদের ভাংচুর

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরে শিপন মাতুব্বর (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে জেলা সদর হাসপাতালে ভাংচুর চালিয়েছে নিহতের স্বজনরা। এ ঘটনায় নিহতের বড়ভাইকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত শিপন চরমুগরিয়া এলাকার আলী মাতুব্বরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে সদর উপজেলার খাগদীতে ইটবোঝাই একটি ট্রলি উল্টে আহত হয় নির্মাণ শ্রমিক শিপন। পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের দোতলায় ভর্তি করা হয়। তার কিছুসময় পর শিপনের মৃত্যু হয়। এতে অক্সিজেন দিতে দেরি করার অভিযোগে হাসপাতালের দোতলায় ভাংচুর চালায় নিহতের স্বজনরা।

এ সময় পুরুষ ওয়ার্ডের দরজা, দুটি ইসিজি মেশিন ভেঙে ফেলা তারা। এতে হাসপাতালে ভর্তি হওয়া অন্য রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের বড় ভাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সদর মডেল থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশের জরুরী সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে হাসপাতাল ভাংচুরের বিষয়টি জানতে পারি। তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে নিহতের বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version