Site icon Jamuna Television

ব্যাপক সমালোচনার মুখে সরিয়ে ফেলা হলো নাটক

ছবি: সংগৃহীত

ঘটনা সত্য নামে এবারের ঈদে প্রচারিত একটি নাটক ব্যাপক সমালোচনার মুখে সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব চ্যানেল থেকে। অভিযোগ রয়েছে, নাটকে বার্তা দেয়া হয়েছে, মা বাবার পাপের ফলে বিশেষভাবে সক্ষম শিশুর জন্ম হয়। এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন নাটকটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা।

রুবেল হাসান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছে মেহজাবিন এবং আরেফিন নিশো। মূলত নাটকটির শেষ অংশের একটি কথোপকথন থেকেই। সেখানে বলা হয়েছে, প্রতিবন্ধী শিশু পাপের ফল। বিষয়টি নিয়ে বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়।

শিল্পীরা আদৌ স্ক্রিপ্ট পড়ে অভিনয় করেন কিনা এ প্রশ্নও উঠেছে। পাশাপাশি, পরিচালক, পরিবেশক, প্রযোজক, স্পন্সর টিমের সংবেদনশীলতার দিকেও আঙুল তোলা হচ্ছে।

Exit mobile version