Site icon Jamuna Television

বন্যার মধ্যেই টাইফুন ‘ইন-ফা’র আঘাতে বিপর্যস্ত চীন

টাইফুন 'ইন-ফা'র আঘাতে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চলীয় উপকূল। ছবি: সংগৃহীত

বন্যার ভয়াবহতা না কমতেই টাইফুন ‘ইন-ফা’র আঘাতে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চলীয় উপকূল। রোববার (২৫ জুলাই) ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে ঝেজিয়াং প্রদেশে ধ্বংসযজ্ঞ চালায় ইন-ফা।

টাইফুনের প্রভাবে ঝড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাংহাই শহর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থগিত রাখা হয় জাহাজ চলাচলসহ বন্দরের সকল কার্যক্রম। দুটি বিমানবন্দরে বাতিল করা হয় কয়েকশ ফ্লাইট। বন্ধ রাখা হয় রেল সার্ভিসও। বন্দর নগরীটিতে উপড়ে পড়েছে ১০ হাজারের বেশি গাছ। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের বেশিরভাগ এলাকা।

দক্ষিণাঞ্চল থেকে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে । অন্যান্য এলাকাতেও বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

Exit mobile version