Site icon Jamuna Television

কুষ্টিয়ায় আজ থেকে ‘লালন স্মরণোৎসব’

বাউল শিরোমনি ফকির লালন শাহ’র স্মরণে আজ থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিন দিনের দোল উৎসব ও সাধুসঙ্গ।

এরইমধ্যে ছেউড়িয়ার আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন ভক্ত, সাধু আর বাউল অনুসারীরা। সন্ধ্যায় আয়োজনের উদ্বোধন। জীবদ্দশায় লালন ফকির বছরের এই সময়টায় ভক্ত শিষ্যদের নিয়ে দোল উৎসবে মেতে উঠতেন। তার মৃত্যুর পর ফাল্গুনের পূর্ণিমায় দোলের ধারাবাহিকতা ধরে রেখেছে অনুসারিরা। এবারের উৎসবে অংশ নিতে দেশ-বিদেশ থেকে অতিথিরা আখড়াবাড়িতে জড়ো হয়েছেন। কালী নদীর পাড়ে বসেছে বারোয়ারী মেলা। উৎসব সফল করতে জেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

Exit mobile version