Site icon Jamuna Television

কুমিল্লায় ডাক্তারকে মারধর করলো করোনা রোগীর স্বজনরা

কুমিল্লায় চিকিৎসককে মারধর।

কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর স্বজনদের হামলায় তানভীর আহমেদ নামে এক চিকিৎসক আহত হয়েছেন।

মনিপাল এ এফ সি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কুমিল্লা মেডিকেল থেকে এক করোনা রোগীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়। গত রাতে স্বজনেরা ঢাকায় না গিয়ে তাকে এখানে ভর্তি করাতে নিয়ে আসেন। করোনা রোগীর চিকিৎসা দেয়া সম্ভব নয় জানালে কর্তব্যরত চিকিৎসকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে স্বজনরা। একপর্যায়ে ওই চিকিৎসককে মারধর করে তারা।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৮ জনকে আসামি কোরে মামলা করেছে। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের শাস্তি দাবি করেছেন চিকিৎসকরা।

ইউএইচ/

Exit mobile version