Site icon Jamuna Television

ছেলের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে মাটি কাটাকে কেন্দ্র করে জরিনা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একরামুল নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বিঞ্চুবল্লভ তেলিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নারী ওই গ্রামের
আবুল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জরিনা বেগমের বাড়ী যাওয়ার রাস্তার একটি গর্ত ভরাট করার জন্য তার ছেলে বাদশা মিয়া পাশেই অবস্থিত একরামুলের জমি থেকে মাটি কাটে। এসময় বাঁধা দেয় একরামুল। এতে বাকবিতণ্ডা সূত্রপাত হয় দু’জনের মাঝে। সেই ঝগড়া থামাতেই ঘটনাস্থলে যান জরিনা বেগম। কথা কাটাকাটির এক পর্যায়ে একরামুল জরিনা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একরামুলকে আটক করা হয়।

তবে নিহতের স্বজনদের দাবী একরামুল জরিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version