Site icon Jamuna Television

অলিম্পিকে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ছবি প্রতীকী

টোকিও অলিম্পিকে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অলিম্পিক ভিলেজে কোভিড-১৯ এ সবশেষ আরও আক্রান্ত হয়েছে ১৬ জন।

সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। এর মধ্যে ২৬ জন আছেন বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া অ্যাথলেট। যাদের মধ্যে অন্তত ১৩ জন অবস্থান করছেন জাপানে। বাকি ১২ জন পৌঁছেছেন নিজ নিজ দেশে। এ ছাড়া আয়োজক, সংগঠক, কোচ ও কর্মকর্তার আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১১১ জন।

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে শুরু হয়েছে অলিম্পিকের এবারের আসর। কিন্তু গেমস শুরুর আগেই অলিম্পিক ভিলেজে মেলে করোনা আক্রান্তের খবর।

Exit mobile version