Site icon Jamuna Television

হিজাব খুলতে বাধ্য করায় ক্ষতিপূরণ দিতে বলেছে আদালত

ছবি তোলার জন্য তিন নারীকে পরিধেয় হিজাব খুলতে বাধ্য করায় তাদের প্রত্যেককে ৬০ হাজার ডলার করে মোট এক লাখ ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে বলেছে আদালত।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালত এই আদেশ দেন। আইনজীবি তাহানি আবুশি বলেন, “দুই জনকে ২০১৫, এবং এক জনকে ২০১২ সালে গ্রেপ্তার করা হয়েছিল। তিনটি ঘটনাই নিউ ইয়র্কের সবচেয়ে জনবহুল এলাকা ব্রুকলিনে ঘটেছিল।”

আটক করার পর ওই তিন নারীর ছবি তোলার সময় তাদের মাথার হিজাব খুলতে বাধ্য করেছিল নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।

নারীত্রয় দাবি করেন, ওই ঘটনায় তাদের ধর্মীয় অধিকার ক্ষুন্ন হয়েছে। এর ভিত্তিতে তারা নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ ও এর পুলিশ বিভাগের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের দেওয়া রায়ে নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

হিজার সংক্রান্ত এই ঘটনায় নিউ ইয়র্ক পুলিশ আটককৃতদের ছবি তোলার দাপ্তরিক নিয়ম-কানুনে পরিবর্তন এনেছিল। পরিবর্তিত নিয়মে আটককৃতদের হিজাব পরিধানে ঐচ্ছিক সুবিধাটি রাখা হয়। পাশাপাশি রয়েছে খাস কামরায় একই জেন্ডারের ব্যক্তি কর্তৃক ছবি তোলার ঐচ্ছিক সুবিধাও।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version