Site icon Jamuna Television

আখাউড়ায় ট্রাক চুরি করে পালানোর সময় আটক ২

অভিযুক্ত রাসেল মিয়া ও হৃদয় মিয়া। চোরাই ট্রাকসহ তাদের আটক করা হয়।

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ট্রাক চুরি করে পালানোর সময় চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ন ১১০৫১৫) উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) ভোররাতে পৌরশহরের বাইপাসের আখাউড়া-আগরতলা সড়ক থেকে উপস্থিত লোকজন তাদের আটক করে। আটককৃতরা হলো, পৌরশহরের তারাগন গ্রামের রাসেল মিয়া (২৬) ও দেবগ্রামের হৃদয় মিয়া (২৩)।

পুলিশ জানায়, আখাউড়া পৌরশহরের বাসিন্দা সালাহ উদ্দিন দেওয়ানের (উজ্জ্বল) মালিকানাধীন ট্রাকটি পৌরশহরের রাধানগরে একটি মুদি দোকানের সামনে রাখা হয়েছিল। সেখান থেকে ট্রাক চুরি করে পালানোর সময় শহরের বাইপাস থেকে চোরদের আটক করে জনতা। পরে আটক দুই চোরকে ট্রাকসহ আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version